করোনা ভ্যাকসিনের জন্য অনলাইন আবেদন । Covid-19 Vaccine Online Registration.
করোনা ভ্যাকসিনের জন্য অনলাইন আবেদন
জন্ম নিবন্ধন দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন
জাতিয় পরিচয়পত্র দিয়ে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন
প্রথমতঃ
আপনাকে আপনার মোবাইল/ল্যাপটপ/কম্পিউটারের যেকোন একটি ব্রাউজার ওপেন করে নিবেন। তারপর এর সার্চ অপশনে গিয়ে লিখতে হবে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন অথবা ইংরেজিতে লিখতে হবে (surokkha.gov.bd). তারপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস আসবে । ঠিক এরকম....
দ্বিতীয়তঃ
এখানে নিবন্ধনের জন্য দুটি অপশন পাবেন । এর জন্য যেকোন একটিতে ক্লিক করলেই হবে। তারপর সেখানে জাতিয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন দুটির মাধ্যমই রয়েছে । আপনার যদি জাতিয় পরিচয়পত্র থাকে তাহলে তাহলে জাতিয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করে দিবেন ।
তৃত্বীয়তঃ
জাতিয় পরিচয় পত্রের মাধ্যমে করতে চাইলে আপনার সামানে নতুন কতগুলো অপশন আসবে। সেখান থেকে আপনার পেশা সিলেক্ট করতে তবেই পরবর্তি অপশনে যেতে পারবেন।
আর যদি জন্ম নিবন্ধন সিলেক্ট করেন তাহলে আপনার কোন পেশা আসবে না। সরাসরি আবেদন ফরমে নিয়ে যাবে। ঠিক এরকম......
এবার উক্ত ঘরে জাতিয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নাম্বার ও তার পাশে জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে নিচের ঘরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি বসিয়ে দিয়ে তার নিচে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে।এবার জাতিয় পরিচয়পত্রে/জন্ম নিবন্ধনে যে তথ্য রয়েছে তা চলে আসবে। এবং আপনি যে ঠিকানায় ভ্যাকসিন দিতে ইচ্ছুক সেই ঠিকানর কেন্দ্রের তথ্য দিয়ে সেই ধাপটি সম্পন্ন করতে হবে। তবে , একটি বিষয় খেয়াল রাখবেন যে, এই ধাপে সরবরাহকৃত মোবাইলটি অবশ্যই ব্যাক্তির নিজের অথবা পরিবারের সদস্যর হতে হবে। কেননা, পরবর্তীতে এই নাম্বারে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে কবে কখন কোথায় আপনার টিকা দেয়া হবে। শুধু তাই নয় পরবর্তীতে আপনি টিকা কার্ড বের করতে গেলে অথবা টিকা সার্টিফিকেট বের করতে গেলে উক্ত নাম্বারে O.T.P যাবে। যা ব্যতিত কোন ভাবেই আপনার টিকা কার্ড বা সার্টিফিকেট বের করতে পারবেন না। তাই মোবাইল নাম্বার ব্যবহারের ক্ষেত্রে সাবধান।
আমাদের নিবন্ধন সম্পন্ন হলে এবার ভ্যাকসিন কার্ড বের করতে হবে। তো একই ভাবে উক্ত সাইটে প্রবেশ করে টিকা কার্ড যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিতে হবে ।
তারপর আমরা যে জন্ম নিবন্ধন/জাতিয় পরিচয়পত্র নাম্বার দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছি সেভাবে জন্ম নিবন্ধন/জাতিয় পরিচয়পত্র নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা পুরণ করে দিয়ে OTP এর মাধ্যমে আমরা ভ্যাকসিন দেয়ার টিকা কার্ডটি পেয়ে যাব।
এবার আমরা এই টিকা কার্ডটি ও সরবরাহকৃত মোবাইল নাম্বারটি সহ সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্র অথবা টিকা কেন্দ্রে গিয়ে আমরা করোন ভাইরাসের টিকা সংগ্রহ করতে পারবো।
আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে দেখে কাজটি সম্পন্ন করতে পারেন।
জন্ম নিবন্ধন দিয়ে আবেদনঃ https://youtu.be/f1E_HRDm8Nk
জাতিয় পরিচয়পত্র দিয়ে আবেদনঃ https://youtu.be/CSZhLrMRWco
No comments